প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

বিশ্বে করোনায় আরও ৮২৬৯ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
০৮ জুলাই ২০২১ ০৯:০৫:৫২ | আপডেট: ৩ years আগে
বিশ্বে করোনায় আরও ৮২৬৯ মৃত্যু

বিশ্বব্যাপী বেড়েই চলছে করোনাভাইরাসের সংক্রমণ। সেই সঙ্গে লম্বা হচ্ছে মৃত্যুর মিছিলও। গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এ ভাইরাসে প্রাণ হারিয়েছেন আরও ৮ হাজার ২৬৯ জন। 

এ সময় করোনা আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন ৪ লাখ ৫৪ হাজার ২৪৪ জন। একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৬৭ হাজার ৪০৮ জন। 

বৃহস্পতিবার আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা যায়।

ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, গতকালের চেয়ে মৃত্যু কমেছে ও শনাক্ত বেড়েছে। এর আগেরদিন বিশ্বজুড়ে করোনায় প্রাণ হারিয়েছেন ৮ হাজার ৪০৩ জন। এসময় শনাক্ত হয়েছিলেন ৪ লাখ ৫২ হাজার ২৩৩ জন।

ওয়ার্ল্ডোমিটার থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৪০ লাখ ১৭ হাজার ৬২২ জন। 

এদিকে করোনায় আক্রান্ত হিসেবে এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৮ কোটি ৫৮ লাখ ৪৩ হাজার ৫৬২ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ কোটি ৯০ হাজার ৩১২ জন।