বিশ্বে ২১ কোটি ২১ লাখের বেশি মানুষের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ৪৪ লাখ ৩৬ হাজার মানুষের।
গত একদিনে বিশ্বে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮ হাজার ৬৬০ জন। একই সময়ে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৬৫ হাজার মানুষের বেশি।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, রোববার সকাল পর্যন্ত বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ২১ কোটি ২১ লাখ ৬২ হাজার ৯৬৯ জনের। মৃত্যু হয়েছে ৪৪ লাখ ৩৬ হাজার ৯০৬ জনের।
এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১৮ কোটি ৯৭ লাখ ৩ হাজার ৯১ জন। এখন করোনা রোগী রয়েছেন এক কোটি ৭৯ লাখ ৩২ হাজার ৯৭২ জন।
করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৮৫ লাখ ১৯ হাজার ২৯৪ জন। এছাড়া মৃত্যু হয়েছে ৬ লাখ ৪৪ হাজার ৮৪০ জনের।
করোনায় হতাহতের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ২৪ লাখ ২৪ হাজার ২৩৪ জন। এ ভাইরাসে মৃত্যু হয়েছে ৪ লাখ ৩৪ হাজার ৩৯৯ জনের।
তালিকায় ২৭ নম্বরে থাকা বাংলাদেশে করোনা শনাক্ত হয়েছে ১৪ লাখ ৫৭ হাজার ১৯৪ জনের এবং মৃত্যু হয়েছে ২৫ হাজার ১৪৩ জনের।
বিশ্বের বিভিন্ন দেশে জোরকদমে চলছে টিকাদান। টিকা দেয়ার হার বৃদ্ধির সঙ্গে সঙ্গে শিথিল করা হয়েছে করোনা বিধিনিষেধ।