মহামারি করোনাভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা দিন দিন বেড়েই চলছে। এ পর্যন্ত এই ভাইরাসটিতে মৃতের সংখ্যা ৩৮ লাখ ৮২ হাজার ছাড়িয়েছে।
সোমবার সকাল পর্যন্ত আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।
এতে বলা হয়েছে, বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ৩৮ লাখ ৮২ হাজার ৮০ জনে। এবং আক্রান্ত হয়েছেন ১৭ কোটি ৯২ লাখ ৫৫ হাজার ১১৬ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬ কোটি ৩৮ লাখ ১৮ হাজার ৫৬৫ জন।
আরও বলা হয়েছে, করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্তের সংখ্যা তিন কোটি ৪৪ লাখ ৬ হাজার। মৃত্যু হয়েছে ছয় লাখ ১৭ হাজার ১৬৬ জনের।
আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে শনাক্ত হয়েছেন দুই কোটি ৯৯ লাখ ৩৪ হাজার ৩৬১ জন। মৃত্যুর দিক থেকে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এ পর্যন্ত মারা গেছেন তিন লাখ ৮৮ হাজার ১৬৪ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম নতুন করোনাভাইরাসের সংক্রমণ দেখা দেয়। পরে তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয়।
প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।