রাশিয়া উন্নয়নশীল বিশ্বকে ‘ক্ষুধার্ত’ বানানোর সিদ্ধান্ত নিয়েছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এক সম্মেলনে এমন অভিযোগ করেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নিড প্রাইস।
শস্য রপ্তানির জন্যে ইউক্রেনের সঙ্গে হওয়া চুক্তি থেকে রাশিয়ার বেরিয়ে আসার ঘোষণার পরই মস্কোর বিরুদ্ধে এ অভিযোগ করে যুক্তরাষ্ট্র।
জাতিসংঘ বলেছে, সপ্তাহান্তে এ চুক্তি থেকে রাশিয়ার সরে দাঁড়ানোর ঘোষণার কারণে বুধবার থেকে শস্য রপ্তানি বন্ধ হয়ে যাবে।
জুলাইতে এ শস্য চুক্তির সময়ে আলোচনায় তুরস্কও জড়িত ছিল।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নিড প্রাইস বলেন, বিশ্বের খাদ্য সংকটে মস্কোর কিছু যায় আসে না। মানুষ ক্ষুধার্ত থাকলেও মস্কোর কিছু যায় আসে না। বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তা সংকটের জটিলতাকেও মস্কো পাত্তা দিচ্ছে না।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শস্য করিডোর ব্যবহার করে ক্রিমিয়ায় রুশ জাহাজে হামলার জন্যে কিয়েভের বিরুদ্ধে অভিযোগ করেন এবং পরে ইউক্রেনের কাছ থেকে নিরাপত্তার নিশ্চয়তা চান।
পুতিনের এই দাবিকে রাশিয়ার ‘চাঁদাবাজি’ বলে উল্লেখ করেন প্রাইস।
জাতিসংঘের তথ্যের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, প্রায় এক কোটি মেট্রিক টন খাদ্য পাঠানো হয়েছে যা দিয়ে বিশ্বের খাদ্য মূল্য কমানো যাবে। খাদ্যের প্রতিটি আউন্স বিশ্বের ক্ষুধার্তদের জন্য অত্যন্ত জরুরি।