বিশ্বের বিভিন্ন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) মধ্যে সবচেয়ে বেশি বেতন তোলেন টেসলা ও স্পেসএক্সের সিইও ইলন মাস্ক।
ফরচুন ৫০০-এর ২০২১ সালের তালিকায় শীর্ষে উঠে এসেছে মাস্কের নাম। খবর ইন্ডিয়ান টাইমসের।
খবরে বলা হয়, শীর্ষ বেতনভোগী সিইওদের তালিকায় মাস্কের পরেই রয়েছেন অ্যাপল এর প্রধান টিম কোক, নেটফ্লিক্সের রিড হেস্টিংস এবং মাইক্রোসফ্টের সত্য নাদেলা।
মজার বিষয় হলো, শীর্ষ ১০ বেতনভোগীদের প্রত্যেকেই প্রযুক্তি ও বায়োটেক প্রতিষ্ঠানের সিইও।
ফরচুনের প্রতিবেদন অনুসারে, ২০২১ সালে মাস্ক বেতন পেয়েছেন প্রায় ২৩.৫ বিলিয়ন ডলার। এটি ছিল এখন পর্যন্ত ওই বছরের সবচেয়ে বেশি সিইও’র বেতন।
এদিকে, অ্যাপলের সিইও শুধুমাত্র ২০২১ সালে ৭৭০.৫ মিলিয়ন ডলার বেতন তুলেছেন।
টেক জায়ান্ট ফরচুন ৫০০ তে তৃতীয় স্থানে রয়েছে। বিশ্বব্যাপী চিপের ঘাটতির কারণে কোম্পানিটি চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিল, কিন্তু সফলভাবে ঘরের মধ্যে যন্ত্রপাতি তৈরি করা শুরু করেছে, রিপোর্টে বলা হয়েছে।
এনভিডিয়া’র সহ-প্রতিষ্ঠাতা হ্যাং, এবং নেটফ্লিক্স’র রিড হেস্টিংস যথাক্রমে তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে৷