প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

বিশ্বের সবচেয়ে বয়স্ক কুকুর স্পাইক

আন্তর্জাতিক ডেস্ক
২১ জানুয়ারি ২০২৩ ২০:৩৩:৫০ | আপডেট: ১ year আগে
বিশ্বের সবচেয়ে বয়স্ক কুকুর স্পাইক

স্পাইক নামে ২৩ বছরের এক কুকুরকে বিশ্বের সবচেয়ে বয়স্ক কুকুরের খেতাব দিয়েছে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড। যুক্তরাষ্ট্রের ওহাইওর বাসিন্দা এ কুকুর।

শুক্রবার গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষের বরাতে এ খবর জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।

২০২২ সালের ৭ ডিসেম্বর স্পাইককে এ খেতাব দেওয়া হয়। তখন তার বয়স ছিল ২৩ বছর ৭ মাস।

সিএনএনের প্রতিবেদনে জানানো হয়, স্পাইক নামের কুকুরটির জন্ম ওহাইওর ক্যামডেন গ্রামে। ১৯৯৯ সালের নভেম্বরে জন্ম নেয়া কুকুরটি চিহুয়াহুয়ার একটি মিশ্র জাতের।

স্পাইকের বর্তমান মালিক হলেন রিতা কিম্বালি। তার কাছে ১৪ বছর ধরে আছে।

এর আগে বিশ্বের জীবিত সবচেয়ে বয়স্ক কুকুর ছিল লস অ্যাঞ্জেলসের জিনো ওলফ। ২০২২ সালের ১৫ নভেম্বর যখন জিনো ওলফকে বয়স্ক কুকুরের খেতাব দেওয়া হয়।