অতিপ্রাকৃতিক কাহিনি নিয়ে লেখা বিদ্রুপাত্মক উপন্যাস ‘দ্য সেভেন মুনস অব মালি আলমিডা’র জন্য আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছেন শ্রীলঙ্কার লেখক শেহান করুনাতিলক।
শেহানের হাতে পুরস্কার তুলে দেন ব্রিটেনের কুইন কনসর্ট ক্যামিলা। তারকা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপ গায়িকা ডোয়া লিপা।
বিবিসির খবরে বলা হয়, শ্রীলঙ্কার গৃহযুদ্ধ পরবর্তী প্রেক্ষাপটে লেখা উপন্যাস ‘দ্য সেভেন মুনস অব মালি আলমিডা’। যেখানে কেন্দ্রীয় চরিত্রে একজন ফটোগ্রাফার। যিনি মৃত অবস্থা থেকে জেগে ওঠেন, তার জেগে ওঠাকে ঘিরে আবর্তিত হয় উপন্যাসের কাহিনি।
করুনাতিলাকার উপন্যাসটি ১৯৯০ সালের গৃহযুদ্ধের প্রেক্ষাপটে লেখা।
৫০ হাজার পাউন্ডের মর্যাদাপূর্ণ বুকার পুরস্কার, যুক্তরাজ্য থেকে প্রকাশিত ইংরেজি ভাষার উপন্যাসের জন্য দেয়া হয়। সংক্ষিপ্ত তালিকায় থাকা মনোনীত বাকি ৫ লেখককেও আড়াই হাজার পাউন্ড করে দেয়া হয়।