বুরুন্ডির রাজধনী গিতেগার প্রধান কারাগারে অগ্নিকাণ্ডে ৩৮ কন্দীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।
বুধবার বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দেশটির উপ-প্রধানমন্ত্রী প্রোসপার বাজুমবানজে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মৃতদের মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে। আর বাকি ২৬ জন পুড়ে ও আঘাত পেয়ে মারা গেছেন।
তবে তিনি আগুনের সূত্রপাত সম্পর্কে কিছুই বলতে পারেন নি। স্থানীয়রা বলছেন, আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে।
যারা মারা গেছেন, তাদের মধ্যে অধিকাংশই বয়স্ক বন্দী বলে জানিয়েছেন এক স্থানীয়। তিনি জানান, অগ্নিকাণ্ডের পর দেখা গেছে অনেককেই অ্যাম্বুলেন্সে তুলে নিতে।
এর আগে গত আগস্টে ঠিক একই কারাগারে এমন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তখন কর্তৃপক্ষ বলেছিল, বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুন লেগেছিল। তবে, তখন কেউ মারা যায়নি।