প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ইউক্রেনে রাশিয়ার হামলা

বেড়ে গেছে তেল, স্বর্ণ ও ডলারের দাম, বিশ্ব পুঁজিবাজারে পতন

আন্তর্জাতিক ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২২ ১৪:৩০:৪৬ | আপডেট: ২ years আগে
বেড়ে গেছে তেল, স্বর্ণ ও ডলারের দাম, বিশ্ব পুঁজিবাজারে পতন

ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলার জেরে বিশ্ববাজারে বেড়ে গেছে তেলের দাম। সেই সঙ্গে বেড়েছে মার্কিন ডলার ও স্বর্ণের দাম। সরাসরি নেতিবাচক প্রভাব পড়েছে বিশ্ব পুঁজিবাজারেও। খবর রয়টার্সের।

২০১৪ সালের পর এ প্রথম বৃহস্পতিবার প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম ছাড়িয়ে যায় ১০০ ডলার।

লন্ডনে ফিউচার মার্কেটে ব্রেন্ট ক্রুড ওয়েলের দাম ৩ দশমিক ৩ শতাংশের মতো বেড়েছে। গত সাত বছরে আন্তর্জাতিক বাজারে এটিই সর্বোচ্চ দাম বৃদ্ধি। নর্ড স্ট্রিম ২ গ্যাস পাইপলাইন প্রকল্প বন্ধ করছে জার্মানি।

দু’দিন আগে ইউক্রেনের পূর্বাঞ্চলের স্বাধীনতাকামী লুহানস্ক ও দোনেৎস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে রাশিয়ার স্বীকৃতির পর ফিউচার মার্কেটে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড অয়েলের দাম প্রায় ৯৮ মার্কিন ডলারে পৌঁছে যায়।

ইউক্রেন সঙ্কট নিয়ে চলতি সপ্তাহে রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও দেশটির একটি গ্যাস পাইপলাইন প্রকল্প বন্ধের মধ্যে জ্বালানি তেলের দাম বাড়তে শুরু করে।

বিশ্বে জ্বালানি তেল রপ্তানিতে সৌদি আরবের পরই রাশিয়ার অবস্থান। এছাড়া রাশিয়াই বিশ্বের সবচেয়ে বেশি প্রাকৃতিক গ্যাস উত্তোলন করে থাকে।