যুক্তরাষ্ট্রের প্রাপ্তবয়স্কদের মধ্যে মাত্র ১০ শতাংশ বলেছেন, দেশটির ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের ওপর তাদের উচ্চ আস্থা রয়েছে। যা ২০২০ সালের ২২ শতাংশের চেয়ে বেশ কম।
চলতি মাসে সিলিকন ভ্যালি ব্যাংকের পতনের পর অ্যাসোসিয়েটেড প্রেস-এনওআরসি সেন্টার ফর পাবলিক অ্যাফেয়ার্স রিসার্চের জরিপে দেখা গেছে, সংখ্যাগরিষ্ঠ মানুষ বলছেন, সরকার এই ক্ষেত্র নিয়ন্ত্রণে যথেষ্ট কাজ করছে না।
২০০৮-২০০৯ সালের আর্থিক সঙ্কটের বিরক্তিকর স্মৃতি ফিরিয়ে আনার পর আমেরিকার ব্যাংক ও ব্যাংক প্রবিধানের এই অপ্রীতিকর মূল্যায়ন করা হয়।
দেশটির ১৬ তম বৃহত্তম ব্যাংক সিলিকন ভ্যালি ব্যাংক বন্ড মার্কেটে ঝুঁকিপূর্ণ বাজি ধরে গত ১০ মার্চ ব্যর্থ হয়। দুই দিন পরে দেশটির নিয়ন্ত্রকরা নিউইয়র্কভিত্তিক সিগনেচার ব্যাংক বন্ধ করে দেয়। যা ক্রিপ্টোকারেন্সির সঙ্গে জড়িত ছিল।
আটলান্টিক মহাসাগর জুড়ে বিশ্বব্যাপী আর্থিক প্রতিষ্ঠানগুলোতে আস্থা ফিরিয়ে আনতে ‘শটগান ম্যারেজ’ নকশায় রবিবার প্রতিদ্বন্দ্বী ইউবিএস দীর্ঘদিনের ঝামেলাপূর্ণ ‘ক্রেডিট সুইস’ কিনে নেয়। শটগান ম্যারেজ হচ্ছে বিশেষ পরিস্থিতিতে সংকট মুহূর্তে তড়িঘড়ি কোনো সিদ্ধান্ত নেয়া বা কাজ করা।
যুক্তরাষ্ট্রে এই অস্থিরতা নীতিনির্ধারকদের মধ্যে ২০১৮ সালের আইন সম্পর্কে প্রশ্ন উত্থাপন করে। ফলে আর্থিক সংকটের পরে প্রণীত কঠোর বিধিগুলো প্রত্যাহার করে নেয়া হয়।
জরিপটি থেকে যেসব বিষয় জানা যায়: ৫৬ শতাংশ বলেছেন যে সরকার ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য পর্যাপ্ত কাজ করছে না।
অন্যদিকে ২৭ শতাংশ বলেছেন যে তারা সঠিক পরিমাণে কাজ করছে এবং ১৫ শতাংশ বলেছেন যে এটি খুব বেশি নিয়ন্ত্রণ করছে।
আন্ডার-রেগুলেশন সম্পর্কে উদ্বেগ দ্বিপক্ষীয়: ডেমোক্র্যাটদের ৬৩ শতাংশ বলেছেন, বর্তমান ব্যাংক নিয়ন্ত্রণ অপর্যাপ্ত এবং রিপাবলিকানদের ৫১ শতাংশ একই কথা বলেছেন।
জরিপে দেখা গেছে, ১০ শতাংশ আমেরিকান দেশের ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোর ওপর তাদের উচ্চ আস্থা আছে বলে দাবি করলেও ৫৭ শতাংশের কিছুটা আস্থা রয়েছে বলে জানিয়েছেন এবং ৩১ শতাংশের ক্ষেত্রে তা খুব কম।
জরিপে আরও দেখা গেছে, সাম্প্রতিক ব্যাংকিং ব্যবস্থার অস্থিরতার এক মাস আগে থেকে মার্কিন অর্থনীতির মূল্যায়নে সামান্য পরিবর্তন হয়েছে। মাত্র এক চতুর্থাংশ বলেছেন, জাতীয় অর্থনৈতিক অবস্থা ভালো। তিন-চতুর্থাংশ খারাপ অবস্থা হিসেবে উল্লেখ করেছেন। কিন্তু ৪৩ শতাংশ ডেমোক্র্যাট অর্থনীতিকে ভালো বলে অভিহিত করেছেন, অন্যদিকে রিপাবলিকানদের মধ্যে এই সংখ্যা মাত্র সাত শতাংশ।
যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধেক প্রাপ্তবয়স্করা তাদের ব্যক্তিগত আর্থিক পরিস্থিতিকে ভালো হিসেবে বলেছেন। প্রতি ১০ জন ডেমোক্র্যাটের মধ্যে ৬ জন এবং রিপাবলিকানদের প্রায় অর্ধেক তাদের বর্তমান আর্থিক অবস্থা সম্পর্কে ইতিবাচক মূল্যায়ন দিয়েছেন।