প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ব্রাজিলে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক
২৯ জানুয়ারি ২০২৪ ০৯:৫২:০৬ | আপডেট: ১ year আগে
ব্রাজিলে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৭

ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে অন্তত সাতজন নিহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার অঞ্চলটির গেরাইস রাজ্যে এ দুর্ঘটনা ঘটে।

আজ সোমবার বার্তাসংস্থা এএফপির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

ফায়ার সার্ভিসের কর্মীরা বার্তাসংস্থা এএফপিকে জনান, পার্শ্ববর্তী রাজ্য সাও পাউলোর ক্যাম্পিনাস ছাড়ার পর স্থানীয় সময় রবিবার সকাল সাড়ে ১০টার দিকে ইতাপেভা শহরে একক ইঞ্জিনের বিমানটি বিধ্বস্ত হয়।

বিবৃতিতে ফায়ার সার্ভিস বিভাগ আরও জানিয়েছে, তারা বিমানের ভেতর থেকে সাতজনের মরদেহ উদ্ধার করেছে।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ছবিতে দেখা গেছে, বিমানটির বিধ্বস্ত অংশ পাহাড়ের পাশে গাছপালা ও ঘাসের মধ্যে পড়ে আছে।