প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ব্রাজিলে মাদকবিরোধী অভিযান, গুলিতে নারীসহ নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক
২৫ মে ২০২২ ১২:৫৫:৪১ | আপডেট: ২ years আগে
ব্রাজিলে মাদকবিরোধী অভিযান, গুলিতে নারীসহ নিহত ২১

ব্রাজিলে মাদক কারবারীদের ধরতে একটি বস্তিতে চালানো পুলিশের সাঁড়াশি অভিযানে রিও ডি জেনেরিওতে ২১ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও ৭ জন। পুলিশ বলছে, তারা মাদক পাচারকারি চক্রের সদস্য। খবর গার্ডিয়ানের।

নিহতদের মধ্যে এমন এক নারী রয়েছেন, যার শরীরে ভুলক্রমে গুলি লেগে যায়।

মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী রিও ডি জেনিরোর ভিলা ক্রুজারিও বস্তিতে অভিযান চালায় পুলিশ। তাদের কাছে তথ্য ছিল- অন্যতম শীর্ষ মাদক সম্রাট কমান্ডো ভারমেলো সেখানে আত্মগোপনে রয়েছেন। তার ইশারায় পরিচালিত হয় রিও’র বেশিরভাগ অপরাধ।

অভিযান চলাকালেই গ্যাং মেম্বারদের সাথে বাঁধে পুলিশের সংঘাত। গোলাগুলির মাঝে প্রাণ হারান ৪১ বছরের এক নারী। নিহতদের বাকিরা সবাই মাদক চোরাকারবারের সাথে জড়িত বলে জানা গেছে।

ঝটিকা অভিযানে বেশকিছু আগ্নেয়াস্ত্র-গ্রেনেড উদ্ধার করেছে রিও পুলিশ। জব্দ করা হয় অপরাধ কাজে ব্যবহৃত যানবাহন। গেলো বছর, রিও’র বস্তিতে চালানো অভিযানে প্রাণ হারিয়েছিলেন ২৮ জন।

এদিকে, এতো মানুষের মৃত্যু ও হতাহতের ঘটনায় পুলিশের পেশাদারি আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে দেশটি।