খেরসন অঞ্চলসহ ইউক্রেনের দক্ষিণে প্রবল যুদ্ধে রাশিয়ার শতাধিক সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। এ সময় বেশ কয়েকটি যুদ্ধযানও ধ্বংস হয়েছে বলে দাবি তাদের। রাশিয়ার দখলে চলে যাওয়ার পর এখন ওই অঞ্চলটি ইউক্রেনের এখন পাল্টা আক্রমণের কেন্দ্রবিন্দু এবং মস্কোর হামলার সরঞ্জাম সরবরাহ লাইনের অন্যতম। খবর আল জাজিরার।
এদিকে, রুশ সেনাদের দমাতে একের পর এক সেতু ধ্বংস করছে ইউক্রেনীয় বাহিনী। শনিবার ইউক্রেনের সামরিক বাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ড বলেছে, ডিনিপার নদীর উপর দিয়ে খেরসনের রেল সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। যার ফলে অধিকৃত ক্রিমিয়া এবং নদীর পশ্চিমে রাশিয়ান বাহিনী এখন আরও বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এ অবস্থায় রাশিয়ান বাহিনী যুদ্ধের তৎপরতা আরও বাড়াতে লড়াই করে যাচ্ছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা এবং গোয়েন্দা কর্মকর্তারা।
পশ্চিমাদের পক্ষ থেকে দেয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ডেনিপারে তিনটি সেতুকে ব্যাপক ক্ষতিগ্রস্ত করেছে ইউক্রেন। যা খেরসন শহরকে বিচ্ছিন্ন করেছে। এতে রাশিয়ার ৪৯তম সেনাবাহিনীর দলকে নদীর পশ্চিম তীরে অবস্থান করতে হচ্ছে- এমন তথ্যই দিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা কর্মকর্তারা।