প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ব্রিটিশ প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন ঋষি সুনাক

আন্তর্জাতিক ডেস্ক
২৫ অক্টোবর ২০২২ ১৭:০৮:০১ | আপডেট: ২ years আগে
ব্রিটিশ প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন ঋষি সুনাক

যুক্তরাজ্যের ৫৭ তম প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন ঋষি সুনাক। প্রথম এশীয় বংশোদ্ভূত, অশ্বেতাঙ্গ ও প্রথম হিন্দু ধর্মাবলম্বী নেতা হিসেবে যুক্তরাজ্য শাসন করবেন ঋষি। বিগত ২০০ বছরের মধ্যে দেশটির কনিষ্ঠতম প্রধানমন্ত্রীও তিনি।

মঙ্গলবার বিবিসির লাইভ প্রতিবেদনে সুনাকের প্রধানমন্ত্রী পদে দায়িত্ব গ্রহণের বিষয়টি জানানো হয়েছে।

খবরে বলা হয়েছে, বাকিমহাম প্যালেসে ব্রিটেনের তৃতীয় রাজা চার্লসের সঙ্গে দেখা করেছেন ঋষি সুনাক। এরপরেই আনুষ্ঠানিকভাবে তাকে দেশটির প্রধানমন্ত্রী হওয়ার খবর এলো।

বিবিসির খবরে আরও বলা হয়, বর্তমানে ডাউনিং স্ট্রিটে যাচ্ছেন সুনাক। শিগগির তিনি সরকার হিসেবে কাজ শুরু করবেন এবং মন্ত্রী পরিষদ গঠন করবেন।

এদিকে গত এক বছরের মধ্যেই তিনজন প্রধানমন্ত্রীর দেখা পেয়েছে ব্রিটেন।

সুনাক ২০১৫ সালে প্রথম সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন এবং ব্যাকবেঞ্চে দুই বছর অতিবাহিত করেন। এ সময় ব্রেক্সিট রাজনৈতিক আধিপত্য বিস্তার করে এবং সুনাক ২০১৬ সালের গণভোটের সময় ইইউ ত্যাগের পক্ষে ছিলেন।

পরে তিনি থেরেসা মে সরকারের একজন জুনিয়র মন্ত্রী হন। সুনাককে প্রথম প্রধান সরকারি ভূমিকা দিয়েছিলেন বরিস জনসন, যখন তিনি তাকে ২০১৯ সালে ট্রেজারির প্রধান সচিব এবং ২০২০ সালে চ্যান্সেলর হিসেবে নিযুক্ত করেছিলেন।

গত ২০ অক্টোবর মাত্র ৪৫ দিন ক্ষমতায় থাকার পর ব্রিটেনের তৃতীয় নারী প্রধানমন্ত্রী লিজ ট্রাস পদত্যাগ করেন। যদিও বরিস জনসন পদত্যাগ করার পর লিজ ট্রাসের সঙ্গে পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে নামেন সুনাক।