ভারতের দিল্লিতে ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার দিল্লি-এনসিআরে ৫.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। পাকিস্তান এবং জম্মু ও কাশ্মীরেও কম্পন অনুভূত হয়েছে। খবর ইন্ডিয়ান টাইমস জি নিউজের।
জানা গেছে, দিল্লিতে শনিবার রাত ৯টা ৩৪ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্প অনুভূত হয়েছে আফগানিস্তানেও। সেখানে কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৮। ন্যাশনাল সেন্টার ফর সেসিমোলজি এ তথ্য জানিয়েছে।
ন্যাশনাল সেন্টার ফর সেসিমোলজির তথ্য অনুযায়ী, ভূপৃষ্ঠ থেকে ১২৯ কিলোমিটার গভীরে এই ভূমিকম্প হয়েছে। জম্মু ও কাশ্মীরেরও এই কম্পন অনুভূত হয়েছে।
জানা গেছে, গুলমার্গ থেকে ১৮৪ কিলোমিটার ভিতরে এই কম্পন অনুভূত হয়। তবে এখনও পর্যন্ত এই কম্পনের জেরে কোনও ক্ষয়ক্ষতির প্রাথমিক খবর মেলেনি।
পাকিস্তানের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা সংস্থা ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার জানিয়েছে, হিন্দুকুশ পর্বতমালার আফগানিস্তান ও তাজিকিস্তান সীমান্ত অঞ্চলে ভূপৃষ্ঠের ১৯৬ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, লাহোর, রাওয়ালপিন্ডি, পেশোয়ার এবং আফগানিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়ার বেশ কিছু জেলায় কম্পন অনুভূত হয়েছে।
এদিকে, জম্মু ও কাশ্মীর সম্পর্কে জানা গেছে, জুন মাসে ছোট বড় মিলিয়ে ১২টি কম্পন দেখা গেছে জম্মু ও কাশ্মীরে। এর আগে ১০ জুলাই জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় ৪.৯ রিখটার স্কেলের কম্পনের মাত্রা নিয়ে ভূমিকম্প অনুভূত হয়। গত ১৩ জুন জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৪। যার জেরে বহু বাড়িতে সেখানে ফাটল দেখা গিয়েছিল।