ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় ১২টি দেশের সাথে নতুন বাণিজ্যচুক্তি করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর এপি’র।
ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্কে যুক্তরাষ্ট্রের সাথে যোগ দেয়া দেশগুলো হলো- অস্ট্রেলিয়া, ব্রুনাই, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভিয়েতনাম।
মার্কিন যুক্তরাষ্ট্রসহ এ দেশগুলো বিশ্বের জিডিপির ৪০ শতাংশ দখলে রেখেছে। এসব দেশের অর্থনীতিকে শক্তিশালী করতেই সোমবার এ চুক্তির যাত্রা।
মার্কিন প্রেডিসেন্ট উচ্চ মুদ্রাস্ফীতি নিয়ে চিন্তিত আমেরিকানদের সতর্ক করেছেন। তবে তিনি এও বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক মন্দা আসবেই, এমনটা তিনি বিশ্বাস করেন না।
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সাথে আলোচনার পর সংবাদ সম্মেলন করেন মার্কিন প্রেসিডেন্ট। এ সময় তিনি স্বীকার করেন, মার্কিন অর্থনীতির “সমস্যা” রয়েছে। কিন্তু “বিশ্বের অন্যান্য দেশের তুলনায় তা কম।”
চুক্তিবদ্ধ দেশগুলো একটি যৌথ বিবৃতিতে বলেছে, করোনভাইরাস মহামারি এবং ইউক্রেনে রাশিয়ার আক্রমণের কারণে সৃষ্ট বাধার পর চুক্তিটি তাদের সম্মিলিতভাবে “অর্থনীতিকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে” সাহায্য করবে।
বাইডেন ও কিশিদার সঙ্গে ভিডিও কনফারেন্সে যোগ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অন্যান্য দেশের প্রতিনিধিরা।
মোদি মঙ্গলবার অনুষ্ঠিতব্য কোয়াডের বৈঠকের জন্য টোকিওতে রয়েছেন। সেখানে তিনি একটি নিরাপত্তা জোটের বৈঠকে অংশ নেবেন। ভারত ছাড়াও যে জোটে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান এবং অস্ট্রেলিয়া।