প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ভারতে ওমিক্রনে আক্রান্ত তৃতীয় ব্যক্তি শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক
০৪ ডিসেম্বর ২০২১ ১৮:০৪:১২ | আপডেট: ২ years আগে
ভারতে ওমিক্রনে আক্রান্ত তৃতীয় ব্যক্তি শনাক্ত

ভারতে আরও একজনের দেহে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে ওমিক্রনে আক্রান্ত হিসেবে তিন ব্যক্তি শনাক্ত হয়েছেন।

শনিবার দেশটির এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের কর্মকর্তারা বলেছেন, ওমিক্রনে আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়া তৃতীয় ব্যক্তির বয়স ৭২ বছর। কয়েক দশক ধরে জিম্বাবুয়েতে বসবাস করেছেন ভারতীয় বংশোদ্ভুত এ ব্যক্তি।

গত ২৮ নভেম্বর ওই ব্যক্তি ভারতে এসেছেন বলে জানিয়েছেন গুজরাটের সরকারি কর্মকর্তারা।

এদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়ে ৪১৫ জনের মৃত্যু হয়েছে। এসময় দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৮ হাজার ৬০৩ জন।

এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৪৬ লাখ ২০ বছর। আর মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪ লাখ ৭০ হাজার ৫৩০ জন।