প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ভারতে করোনায় আরও ৪ হাজার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
১২ জুন ২০২১ ১০:০৮:২২ | আপডেট: ৩ years আগে
ভারতে করোনায় আরও ৪ হাজার মৃত্যু

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের মধ্যে অন্যতম ভারত। সংক্রমণের হারের পাশাপাশি মৃত্যু হারের দিক থেকেও তালিকার উপরের দিকে অবস্থান করছে দেশটি। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে আরও ৪ হাজার ২ জনের মৃত্যু হয়েছে।

শনিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

শনিবার সকাল পর্যন্ত ভারতের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৬৩ হাজার ৮১ জন।

মৃত্যু বাড়লেও গত ২৪ ঘণ্টায় সংক্রমণ কিছুটা কমেছে। এসময় ৮৪ হাজার ৩৩২ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশের মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯৩ লাখ ৫৯ হাজার ১৫৫ জন। আগেরদিন ভারতে শনাক্ত হয়েছিলেন ৯১ হাজার ৭০২ জন।

এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২১ হাজার ৩১১ জন। এ নিয়ে দেশটিতে মোট ২ কোটি ৭৯ লাখ ১১ হাজার ৩৮৪ জন সুস্থ হয়েছেন। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে এখনো চিকিৎসা নিচ্ছেন ১০ লাখ ৮০ হাজার ৬৯০ জন।

এদিকে কয়েকদিন ধরেই দেশটিতে করোনা সংক্রমণের হার কিছুটা কমতে শুরু করেছে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার বলছে, গত ২৪ ঘণ্টায় ভারতের করোনা সংক্রমণের হার ছিল ৪.৩৯ শতাংশ। এ নিয়ে টানা ছয়দিন দেশটিতে সংক্রমণের হার ৫ শতাংশের নিচে অবস্থান করছে।