প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ভারতে করোনায় আরও ৪১৭ মৃত্যু, শনাক্ত ৩২ হাজার ৯৩৭

আন্তর্জাতিক ডেস্ক
১৬ আগস্ট ২০২১ ১২:০১:৩৪ | আপডেট: ৩ years আগে
ভারতে করোনায় আরও ৪১৭ মৃত্যু, শনাক্ত ৩২ হাজার ৯৩৭

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ও করোনার উপসর্গ নিয়ে ভারতে আরও ৪১৭ জনের মৃত্যু হয়েছে। একইসময় দেশটিতে করোনায় আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন ৩২ হাজার ৯৩৭ জন। যা গতকালের চেয়ে ৮.৭ শতাংশ কম।

এসময় নমুনা পরীক্ষার অনুপাতে ভারতে করোনা সংক্রমণের হার ছিল ২.৭৯ শতাংশ। এ নিয়ে টানা ২১ দিন ধরে দেশটিতে দৈনিক করোনা সংক্রমণের হার ৩ শতাংশের নিচে অবস্থান করছে।

সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে দৈনিক সংক্রমণ ও দৈনিক মৃত্যু দুটোই কমেছে।

আগেরদিন ভারতে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিলেন ৩৬ হাজার ৯৩ জন। এদিন করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছিলেন ৪৯৩ জন।

এদিকে এখন পর্যন্ত ভারতে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৩১ হাজার ৬৪২ জন। দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২২ লাখ ২৫ হাজার ৫১৩ জন।

ভারতে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন মোট ৩ কোটি ১৪ লাখ ১১ হাজার ৯২৪ জন। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৫ হাজার ৯০৯ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে সক্রিয় রোগী কমেছে আরও ৩ হাজার ৩৮৯ জন। এই মুহূর্তে দেশটির সক্রিয় রোগীর সংখ্যা ৩ লাখ ৮১ হাজার ৯৪৭ জন।