ভারতে করোনায় এখন পর্যন্ত তিন লাখ ৩৮ হাজার ১৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে দুই কোটি ৮৪ লাখ ৪০ হাজার ৯৮৮ জন।
ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, এর মধ্যে সুস্থ হয়ে উঠেছে ১৫ কোটি ৫০ লাখ ৩৯ হাজার ৭১০ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে এক কোটি ৩৬ লাখ ৬৫ হাজার ৩৮৭ জন।
চলতি মাসের প্রথমদিকে একদিনে চার লাখ ১৪ হাজারেরও বেশি রোগী শনাক্তের মধ্য দিয়ে দৈনিক সংক্রমণের বিশ্ব রেকর্ড করেছিল ভারত। অতিরিক্ত রোগীর চাপে স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। হাসপাতালগুলোতে দেখা দিয়েছে প্রয়োজনীয় শয্যা ও ওষুধের তীব্র সংকট।
গত বছরের মার্চ মাসের মাঝামাঝিতেও ভারতে এক দিনে শনাক্ত করোনা রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। তারপর দেশটিতে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে সংক্রমণ।
গত ৩০ এপ্রিল ভারতে প্রথম এক দিনে চার লাখের বেশি মানুষের করোনা সংক্রমণ ধরা পড়ে। তার আগে টানা নয় দিন ধরে দৈনিক শনাক্তের সংখ্যা ছিল তিন লাখের বেশি। তারও আগে ১৫ এপ্রিল থেকে দেশটিতে প্রতিদিন দুই লাখের বেশি করোনা রোগী শনাক্ত হচ্ছিল। আর টানা এক সপ্তাহ ধরে ভারতে দুই হাজারের বেশি মানুষ করোনায় মারা যাওয়ার পর গত ২৭ এপ্রিল থেকে দৈনিক মৃত্যু তিন হাজারের ওপরে ওঠে। গত কয়েক দিন ধরে দেশটিতে গড়ে সাড়ে তিন হাজারের মতো মানুষ করোনায় মারা যাচ্ছে।
যুক্তরাষ্ট্রের পর করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যথাক্রমে রয়েছে ভারত। বিশ্বের এক দিনে সর্বোচ্চ সংখ্যক করোনা রোগী শনাক্তের রেকর্ড এখন দেশটির দখলে। গত ২২ এপ্রিলের আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রের দখলে ছিল এই রেকর্ড। যুক্তরাষ্ট্রে গত জানুয়ারিতে এক দিনে সর্বোচ্চ ২ লাখ ৯৭ হাজার ৪৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।
ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, সারা বিশ্বে এখন পর্যন্ত এই ভাইরাসে মারা গেছে ৩৭ লাখ ছয় হাজার ২৯৯ জন আর আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১৭ কোটি ২৪ লাখ ১১ হাজার ৩৯৬ জন।
বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার ৯৮ শতাংশ এবং মারা যাওয়ার হার ২ শতাংশ। সারা বিশ্বে বর্তমানে করোনায় আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে ৯০ হাজার ৭২ জন এবং বাকিদের অবস্থা স্থিতিশীল।