প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ভারতে করোনায় ৪৯০ মৃত্যু, শনাক্ত ৪১১৯৫

আন্তর্জাতিক ডেস্ক
১২ আগস্ট ২০২১ ১২:২৩:২৯ | আপডেট: ৩ years আগে
ভারতে করোনায় ৪৯০ মৃত্যু, শনাক্ত ৪১১৯৫

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে দেশটিতে আরও ৪৯০ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ১৯৫ জন।

বৃহস্পতিবার দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত ৩ কোটি ২০ লাখ ৭৬ হাজার ৯৭৪ জন এবং মারা গেছেন ৪ লাখ ২৯ হাজার ৭০২ জন।

এর আগে বুধবার দেশটিতে ৩৮ হাজার ৩৫৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল, আর মৃত্যু হয়েছিল ৪৯৭ জনের।

গত মার্চের মাঝামাঝি ভারতে একদিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। তার পর দেশটিতে সংক্রমণ বাড়তে থাকে।

গত ৭ মে ভারতে একদিনে সর্বোচ্চ চার লাখ ১৪ হাজারের বেশি রোগী শনাক্তের তথ্য জানানো হয়। ভারত থেকে ছড়িয়ে পড়া করোনার অতি সংক্রামক ডেল্টা ধরন-এর পেছনে ভূমিকা রেখেছে। মাঝে আক্রান্তের হার ও মৃত্যু কমে আসে। কিন্তু এর মধ্যে ফের মৃত্যু বেড়ে যাওয়ায় ভারতের জন্য অশনিসংকেত।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, এ পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৩ লাখ ৩৭ হাজার ৫২২ জন। আক্রান্ত হয়েছেন ২০ কোটি ৫৫ লাখ ৩৪ হাজার ৯৬৪ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৮ কোটি ৪৪ লাখ ৯৭ হাজার ৮২৪ জন।