ভারতে একদিনের ব্যবধানে আবারও বেড়েছে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ। একইসঙ্গে বেড়েছে দৈনিক মৃত্যুও।
গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে দেশটিতে আরও ৪৯৭ জনের মৃত্যু হয়েছে। একই সময় করোনায় আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন ৩৮ হাজার ৩৫৩ জন।
বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে দৈনিক সংক্রমণ ও দৈনিক মৃত্যু দুটোই বেড়েছে।
আগেরদিন ভারতে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিলেন ২৮ হাজার ২০৪ জন। এদিন করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছিলেন ৩৭৩ জন।
অর্থাৎ আগেরদিনের তুলানায় সংক্রমণ বেড়েছে ১০ হাজারের বেশি। একইসঙ্গে মৃত্যুও বেড়েছে একশর বেশি।
এদিকে এখন পর্যন্ত ভারতে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ২৯ হাজার ১৭৯ জন। দেশটিতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২০ লাখ ৩৬ হাজার ৫১১ জন।
ভারতে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন মোট ৩ কোটি ১২ লাখ ২০ হাজার ৯৮১ জন। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪০ হাজার ১৩ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে সক্রিয় রোগী কমেছে আরও ২ হাজার ১৫৭ জন। এই মুহূর্তে দেশটির সক্রিয় রোগীর সংখ্যা ৩ লাখ ৮৬ হাজার ৩৫১ জন।