প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ভারতে করোনায় ৭ মাসে সর্বোচ্চ শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক
০৮ জানুয়ারি ২০২২ ১৫:০৬:১১ | আপডেট: ২ years আগে
ভারতে করোনায় ৭ মাসে সর্বোচ্চ শনাক্ত

ভরতে ভয়াবহ রূপ নিচ্ছে করোনার নতুন ধরন ‘ডেল্টা’। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৪১ হাজার ৯৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। যা গত ৭ মাসের মধ্যে সর্বোচ্চ। এরই মধ্যে ২৭ শহরে ছড়িয়ে পড়েছে করোনার এই ধরন।

নিউ এজেন্সি প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ের মধ্যে দেশটিতে ২৮৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ লাখ ৮৩ হাজার ৪৬৩ জনে।

সংক্রমণের হিসাবে একদিনের এ বৃদ্ধি, ৭ মাসের মধ্যে সর্বোচ্চ। কারণ গত বছরের ৩১ মে ১ লাখ ৫২ হাজার ৭৩৪ জনের করোনা শনাক্ত হয়েছিল। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৫৩ লাখ ৬৮ হাজার ৩৭৩ জনে।

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত ২৭টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ওমিক্রন ভেরিয়েন্ট শনাক্ত হয়েছে ৩ হাজার ৭১ জনের।