দক্ষিণ ভারতের অন্ধ্র প্রদেশে একটি ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডে কমপক্ষে ছয়জন নিহত এবং ১৫ জনেরও বেশি আহত হয়েছে।
বৃহস্পতিবার এ খবর জানিয়েছে দেশটির কর্মকর্তারা।
দমকল এবং পুলিশ কর্মকর্তাদের ধারণা, গ্যাস লিক করে চুল্লি বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে।
জেলা পুলিশ প্রধান বি শ্রীনিভাসুলু গণমাধ্যমকে জানিয়েছেন, অগ্নিকাণ্ডের সময় কারখানায় প্রায় ২০-২২ জন লোক কাজ করছিলেন।
একজন সিনিয়র ফায়ার কর্মকর্তা জানিয়েছেন, প্রায় ১০টি ফায়ার ইউনিট দুই ঘণ্টার বেশি সময় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে দমকলকর্মীরা কারখানা ভিতর থেকে ছয়টি পোড়া মৃতদেহ উদ্ধার করে।
পুলিশ অফিসার বলেন, আগুনের ঘটনায় তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।
অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং মৃতদের পরিবারকে ২৫ লাখ রুপি দেয়ার ঘোষণা দিয়েছেন।