প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ভারতে চালু হচ্ছে ‘ডিজিটাল মুদ্রা’

টিবিপি ডেস্ক
৩০ নভেম্বর ২০২২ ১৫:৪১:০৮ | আপডেট: ১ year আগে
ভারতে চালু হচ্ছে ‘ডিজিটাল মুদ্রা’

ডিজিটাল মুদ্রা বা ডিজিটাল রুপি চালু করার সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক (আরবিআই)। পহেলা ডিসেম্বর থেকে পরীক্ষামূলকভাবে বাজারে ছাড়ছে ১ টাকার ডিজিটাল কারেন্সি। এটিই দেশটির প্রথম পাইলট খুচরা ডিজিটাল মুদ্রার প্রকল্প। খবর টাইমস অব ইন্ডিয়া

আরবিআইয়ের ডিজিটাল রুপি কাগজের নোট এবং কয়েনের বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে। যা সরাসরি ব্যাংক থেকেই পাওয়া যাবে। এটি ব্যবহারের জন্য থাকবে একটি করে স্ক্যান কোড বা কিউআর কোড। যা স্মার্টফোনের মাধ্যমে স্ক্যান করে যাবতীয় খরচ মেটানো যাবে।

আপাতত স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, ইয়েস ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক এবং আইডিএফসি ফার্স্ট ব্যাংক থেকে পাওয়া যাবে এই পরিষেবা। দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু ও ভুবনেশ্বরে ডিজিটাল রুপির পরীক্ষামূলক প্রকল্প সফল হলে পরে আহমেদাবাদ, হুয়াজাতি, হায়দরাবাদ, ইনদওর, কোচি, লখনই, পটনা এবং শিমলায়সহ গোটা দেশে এ পরিষেবা চালু করবে আরবিআই।

ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে গ্রাহকেরা ডিজিটাল মুদ্রার লেনদেন করতে পারবেন। বর্তমানে নোট বা কয়েন যেভাবে কাজ করে সেভাবেই এই ডিজিটাল কারেন্সি কাজ করবে। ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে এটি লেনদেন করা যাবে। জমা রাখা যাবে মোবাইলের ওয়ালেটেও। একজন অন্যজনকে এই ডিজিটাল টাকা পাঠাতেও পারবেন।

ডিজিটাল মুদ্রায় ইন্টারেস্ট মিলবে?
মিলবে না। তবে ব্যাংকে বিনিয়োগ করলে ইন্টারেস্ট মিলবে। ব্যাংকগুলিকে আরবিআই রিটেল ডিজিটাল রুপি টোকেন হিসেবে ইস্যু করবে। ডিজিটাল মুদ্রার মাধ্যমে কেনাকাটা করা যাবে কিউআর কোড’র মাধ্যমে।

কতটা নিরাপদ এই ডিজিটাল মুদ্রা?
ব্যাংকগুলোকে ডিজিটাল মুদ্রা আরবিআই দেয়, তাহলে সেটি হবে লিগ্যাল টেন্ডার বা বৈধ দরপত্র। যার ফলে টাকার চেয়ে এটি অনেক বেশি সুরক্ষিত।

ডিজিটাল মুদ্রা কি ক্রিপ্টোকারেন্সির মত?
একেবারেই না। কারণ ক্রিপ্টোকারেন্সির মূল্য সবসময় উঠানামা করে। কিন্তু ডিজিটাল মুদ্রার ক্ষেত্রে সে রকম কিছুই হবে না।