ভারতে তাপমাত্রা চরম আকার ধারণ করেছে। এতে লাখ লাখ মানুষের জীবন ও জীবিকা বিপর্যস্ত হয়ে পড়েছে। মার্চ মাসের গড় তাপমাত্রা ১২২ বছরের মধ্যে সর্বোচ্চ ছিল বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এপ্রিলেও তাপ বৃদ্ধির পারদ ঊর্ধ্বমুখী। ধারণা করা হচ্ছে, চলতি সপ্তাহেই তাপমাত্রা ছাড়াতে পারে ৪৪ ডিগ্রি সেলসিয়াস। খবর বিবিসি’র।
ভারতের আবহাওয়া বিভাগ তাপমাত্রা বৃদ্ধির কারণে গুরুতর তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রীদের বলেছেন, ‘দেশে তাপমাত্রা দ্রুত বাড়ছে এবং স্বাভাবিকের চেয়ে অনেক আগেই বাড়ছে।’
ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) এ সপ্তাহে উত্তর-পশ্চিম এবং মধ্য ভারতের বেশিরভাগ অংশে সর্বোচ্চ তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে।
যদিও ভারতে তাপপ্রবাহ সাধারণ, বিশেষ করে মে এবং জুন মাসে বাড়ে। কিন্তু এ বছরের শুরুতে মার্চ থেকে উচ্চ তাপমাত্রা অনুভূত হয়। মাসে গড় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১২২ বছরের মধ্যে সর্বোচ্চ।
সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট নামের একটি থিঙ্ক-ট্যাঙ্ক বলছে, এ বছরের প্রথম দিকের তাপপ্রবাহ উত্তরের রাজ্য হিমাচল প্রদেশসহ প্রায় ১৫টি রাজ্যকে প্রভাবিত করেছে।
এ সপ্তাহে, রাজধানী দিল্লিতে পারদ ৪৪ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করবে বলে ধারণা করা হচ্ছে।