প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ভারতে বন্যায় ১৪৪ ধারা জারি

আন্তর্জাতিক ডেস্ক
১৩ জুলাই ২০২৩ ১৩:৩১:৫৯ | আপডেট: ১ year আগে
ভারতে বন্যায় ১৪৪ ধারা জারি

ভারতে গত কয়েক দিনের টানা বর্ষণের কারণে দেশটির যমুনা নদীর পানির উচ্চতা বিপদসীমা অতিক্রম করেছে। এর ফলে বন্যা ও জলাবদ্ধতার কবলে পড়েছে দেশটির দিল্লীতে রাজ্যের বেশ কয়েকটি এলাকা। এমন অবস্থায় শহরে ১৪৪ ধারা জারি করেছে দিল্লী পুলিশ।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি’র বরাত দিয়ে জানা যায়, ভারতে যমুনা নদীর পানির উচ্চতা বিপদসীমা অতিক্রম করে ২০৮.৪৮ মিটারে পৌঁছেছে। রোববার থেকে সোমবার দিল্লির যমুনা নদীর পানির উচ্চতা ২০৩.১৪ মিটার থেকে বেড়ে ২০৫.৪ মিটার পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। পরে এটি ২০৫.৩৩ মিটারে পৌঁছে বিপদসীমা অতিক্রম করে।

ভারী বর্ষণ এবং হস্তনিকুন্ড ব্যারাজ থেকে পানি প্রবাহের কারণে দিল্লী শহরের বেশ কয়েকটি এলাকা বন্যা ও জলাবদ্ধতার কবলে পড়েছে। যমুনা নদীর পানি বাড়তে থাকায় দিল্লীর সিভিল লাইন জোনের নিচু এলাকার বেশ কয়েকটি স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। দিল্লী পুলিশ বন্যাপ্রবণ এলাকায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ১৪৪ সিআরপিসি ধারা জারি করেছে।

দিল্লী সরকার নিচু এলাকায় বসবাসকারী মোট ১৬ হাজার ৫শ’ ৫৪ জন মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। ইতোমধ্যেই রাজ্যের ১৪ হাজার ৫শ’ ৩৪ জন বন্যাকবলিত মানুষ আশ্রয়কেন্দ্রে বসবাস করছে।