প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ভারতে বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা বেড়ে ৬৫

আন্তর্জাতিক ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২২ ১৫:২২:২০ | আপডেট: ২ years আগে
ভারতে বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা বেড়ে ৬৫
সংগৃহীত ছবি

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা বেড়ে ৬৫ জনে দাঁড়িয়েছে। এছাড়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও বেশ কয়েকজন। খবর এএনআই।

এএনআই’র এক প্রতিবেদনে বলা হয়েছে, বিষাক্ত মদপান করে সবশেষ বিহারের সরন জেলার বেশ কয়েকজন পুরুষ বমি করতে শুরু করেন। পরে তাদের অবস্থার অবনতি হয়। হাসপাতালে নেওয়ার পথে তিনজনের মৃত্যু হয়।

বাকিরা গত বুধবার ও বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিষাক্ত মদপানে মৃতদের অধিকাংশই সারণের মারোদা থানার মাশরাখ, ইশুয়াপুর ও আমানুর গ্রামের বাসিন্দা।

জানা গেছে, বিহারে মদ বিক্রি ও পান আইন করে নিষিদ্ধ করা হয়েছে। ভারতের আরও কয়েকটি রাজ্যে এ ধরনের নিষেধাজ্ঞা রয়েছে। ফলে গোপনে নিয়মবহির্ভূতভাবে তৈরি সস্তা মদের রমরমা কেনাবেচা হয়ে থাকে কালোবাজারে। এসব মদ পান করে প্রতিবছর কয়েক হাজার মানুষের মৃত্যু হয়।