প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ভারতে বিষাক্ত মদপানে ৩১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
১৬ ডিসেম্বর ২০২২ ১৩:০৪:৩৮ | আপডেট: ২ years আগে
ভারতে বিষাক্ত মদপানে ৩১ জনের মৃত্যু
সংগৃহীত ছবি

ভারতের বিহার রাজ্যে বিষাক্ত মদপানে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া রাজ্যটির বিভিন্ন হাসপাতালে অসুস্থ অবস্থায় অনেকে ভর্তি হয়েছে। তবে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। খবর আল-জাজিরার।

আলজাজিরা এক প্রতিবেদনে বলা হয়েছে, বিহারের সারান জেলার গত ১৩ ডিসেম্বর কয়েকজন ব্যক্তি বিষাক্ত মদপান করেন। এর পরপরই তারা বমি শুরু করেন। পরে তাদের অবস্থার অবনতি ঘটলে হাসপাতালে নেওয়ার পথে কয়েকজন মারা যান। বাকিরা বুধবার এবং বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এ ঘটানার পর ওই এলাকায় অবৈধ মদের দোকান বন্ধে অভিযান চালানো হচ্ছে। ইতোমধ্যে ১২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দুটি মামলা দায়ের করা হয়েছে।

এ দিকে, গত জুলাইয়ে ভেজাল মদ পানে দেশটির গুজরাটে অন্তত ৪২ জনের মৃত্যু হয়। ২০২০ সালে দেশটির পাঞ্জাবে মদ্যপানে ১২০ জনের মৃত্যু হয়েছিল।