প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ভারতে বেড়েছে সংক্রমণ-মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
২৪ জুলাই ২০২১ ১২:০০:০৯ | আপডেট: ৩ years আগে
ভারতে বেড়েছে সংক্রমণ-মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু দুটোই বেড়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন ৩৯ হাজার ৯৭ জন। যা গতকালের চেয়ে ১০.৬ শতাংশ বেশি। একই সময় করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আরও ৫৪৬ জন।

এসময় ভারতে করোনা সংক্রমণের হার ছিল ২.৪০ শতাংশ। এ নিয়ে টানা ৩৩ দিন দেশটিতে করোনা সংক্রমণের হার ৩ শতাংশের নিচে অবস্থান করছে।

শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনার দৈনিক সংক্রমণ ও মৃত্যু দুটোই বেড়েছে।

আগেরদিন ভারতে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিলেন ৩৫ হাজার ৩৪২ জন। এদিন করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছিলেন ৪৮৩ জন।

এদিকে এখন পর্যন্ত ভারতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ২০ হাজার ১৬ জন। আর দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৩ লাখ ৩২ হাজার ১৫৯ জন।

ভারতে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন মোট ৩ কোটি ৫ লাখ ৩ হাজার ১৬৬ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৫ হাজার ৮৭ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে সক্রিয় রোগী বেড়েছে আরও ৩ হাজার ৪৬৪ জন। এই মুহূর্তে দেশটির সক্রিয় রোগীর সংখ্যা ৪ লাখ ৮ হাজার ৯৭৭ জন।