করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ভারতে আরও ৬০৭ জনের মৃত্যু হয়েছে। একইসময় দেশটিতে করোনায় আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন ৪৬ হাজার ১৬৪ জন।
বৃহস্পতিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ে দেওয়া তথ্য অনুযায়ী, বুধবারের তুলনায় দেশটিতে নতুন সংক্রমিত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ৯ হাজার। সর্বশেষ এ সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২৫ লাখ ৫৮ হাজার ৫৩০ জনে।
আর মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৩৬ হাজার ৩৬৫ জন।
বর্তমানে ভারতে সক্রিয় রোগীর সংখ্যা দেশটির মোট শনাক্ত রোগীর ১ শতাংশের বেশি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, আজ এ হার ১ দশমিক ০৩ শতাংশ।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থতার হার ৯৭ দশমিক ৬৩ শতাংশ। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ভারতে দৈনিক সংক্রমণের হার বেড়ে হয়েছে ২ দশমিক ৫৮ শতাংশ। টানা ৩১ দিন ধরে দেশটিতে এ হার ৩ শতাংশের নিচেই রয়েছে।