করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে। কর্তৃপক্ষের বরাত দিয়ে সোমবার সকালে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি।
করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে হিমশিম খাচ্ছে এশিয়ার এই দেশ। প্রতিদিনই বাড়ছে মৃত্যু; বাড়ছে সংক্রমণও। দুই কোটি ৬০ লাখের বেশি সংক্রমণ নিয়ে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় অবস্থানে আছে এই দেশ।
মৃতের হিসেবে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর তৃতীয় অবস্থানে ভারত। সর্বশেষ এক মাসেরও কম সময়ে করোনায় দেশটিতে এক লাখ মানুষের মুত্যু হয়েছে।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ২২ হাজার ৩১৫ জন। এর মধ্যদিয়ে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছালো ২ কোটি ৬৭ লাখ ৫২ হাজার ৪৪৭ জনে।
গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে আরও ৪ হাজার ৪৫৪ জনের। এর ফলে দেশটিতে মৃতের সংখ্যা পৌঁছেছে ৩ লাখ ৩ হাজার ৭২০ জনে।