ছয় বছর বয়সী এক শিশুকে টেনে হিঁচড়ে দুই কিলোমিটারের বেশি নিয়ে গেছে দ্রুত গতিতে থাকা এক ট্রাক। ইতোমধ্যে ওই শিশু নিহত হয়েছে। ভারতের উত্তর প্রদেশের মাহবায় ঘটেছে মর্মান্তিক এ দুর্ঘটনা। এই ঘটনায় নিহত শিশুর নানাও নিহত হয়েছেন। (খবর এনডিটিভির)।
দেশটির পুলিশ জানিয়েছে, ৬৭ বছর বয়সী উদিত নারায়ণ এবং তার নাতি সাতভিক স্কুটিতে করে বাজারে যাচ্ছিলেন। সেই সময় দ্রুত গতিতে থাকা এক ট্রাক তাদের ধাক্কা দেয়। ঘটনাস্থলেই উদিত মারা যান এবং সাতভিক ও স্কুটিকে দুই কিলোমিটারের বেশি টেনে নিয়ে যায় ট্রাকটি।
ওই ঘটনার একটি ভিডিও দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, অনেক বাইক চালকই ট্রাকের চালককে সতর্ক করার চেষ্টা করছিলেন। তবে তাতে সাড়া দেয়নি ওই ট্রাকের চালক।
শেষমেশ পথচারীরা রাস্তায় পাথর ও বোল্ডার রাখার পর ট্রাকটি থামে। স্থানীয়রা ট্রাকের চালককে মারধর করে। এরপর পুলিশ এসে ট্রাকের চালককে আটক করে।