ভারতের উত্তরাঞ্চলীয় রাজস্থান রাজ্যের রাজধানী জয়পুরে আম্বার প্রাসাদের সামনে দ্বাদশ শতাব্দীতে নির্মিত ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে সেলফি তোলার সময় বজ্রপাতে ১১ জন নিহত হয়েছেন।
রোববার এ ঘটনা ঘটে বলে এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত কয়েকজন।
প্রতিবেদনে বলা হয়েছে, বজ্রপাতের সময় ২৭ জনের মতো ব্যক্তি ওয়াচ টাওয়ার ও প্রাসাদের দেয়ালে ছিলেন। তাদের মধ্যে কয়েকজন ওই সময় ভয় পেয়ে ওয়াচ টাওয়ার থেকে লাফ দিলে আহত হন।
এ ঘটনার পর রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট ঘোষণা করেছেন, নিহত প্রত্যেকের পরিবারকে পাঁচ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেয়া হবে।
আম্বার প্রাসাদ ছাড়াও রাজস্থানজুড়ে বজ্রপাতে আরও ৯ জন মারা গেছেন। এদের মধ্যে বারান ও ঝালাওয়ারে দুইজন, কোটায় চারজন ও ঢোলপুর জেলায় তিন জন মারা যান। তাদের মধ্যে ৭ জনই শিশু।