প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ভারতে ১২ বছর বয়সীদের জন্য করোনা টিকার অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক
২১ আগস্ট ২০২১ ১৩:১৪:৫৫ | আপডেট: ৩ years আগে
ভারতে ১২ বছর বয়সীদের জন্য করোনা টিকার অনুমোদন

ভারতীয় ঔষধ কোম্পানি ক্যাডিলা হেলথকেয়ারের তৈরি করোনা টিকা ‘জাইকোভ ডি’ জরুরি ভিত্তিতে ব্যবহার করার জন্য ছাড়পত্র দিয়েছে দেশটির ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই)।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ১২ থকে ১৮ বছর বয়সী ভারতীয় নাগরিকদের এই ভ্যাকসিন দেওয়া হবে। জাইকোভ-ডি টিকাটি সাধারণভাবে ‘জাইডাস’ নামে পরিচিত।

ভারতীয় ঔষধ কোম্পানি ক্যাডিলা হেলথকেয়ার এবং দেশটির সরকারি গবেষণা সংস্থা ডিপার্টমেন্ট অব বায়োটেকনোলজি যৌথভাবে এই টিকা প্রস্তুত করেছে।

জানা গেছে, জাইডাস তিন ডোজের টিকা। অর্থাৎ কেউ এই টিকা নিলে তাকে তিনটি ডোজ নিতে হবে। তবে প্লাজমিড-ডিএনএ প্রযুক্তি নির্ভর এই টিকাকে ভবিষ্যতে দুই ডোজে পরিণত করার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছে ক্যাডিলা হেলথকেয়ার কর্তৃপক্ষ।

এর আগে গত ১ জুলাই জরুরি ভিত্তিতে জাইকোভ-ডি ব্যবহারের অনুমোদন চেয়ে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়ার (ডিসিজিআই) কাছে আবেদন করে ক্যাডিলা হেল্থকেয়ার লিমিটেড।

গুজরাটের ওই ওষুধ প্রস্তুতকারী সংস্থাটি জানিয়েছে, বিভিন্ন বয়সের ২৮ হাজার স্বেচ্ছাসেবকের উপর এই টিকার ক্লিনিক্যাল ট্রায়াল করা হয়েছে। এর মধ্যে ১২ থেকে ১৮ বছর বয়সীরাও রয়েছে।

টিকা উৎপাদক প্রতিষ্ঠানটির দাবি, করোনা প্রতিরোধে এই টিকা ৬৬.৬ শতাংশ কার্যকর বলে বিভিন্ন পর্যায়ের মেডিকেল ট্রায়ালে দেখা গেছে।