প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ভারতের উত্তর-পূর্বাঞ্চলে ভারী বর্ষণ, ১১ প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক
১৮ মে ২০২২ ০৯:৫৬:১২ | আপডেট: ১ year আগে
ভারতের উত্তর-পূর্বাঞ্চলে ভারী বর্ষণ, ১১ প্রাণহানি

ভারতের উত্তর-পূর্বাঞ্চলে ভারী বর্ষণে বন্যা ও মাটি ধসে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্মকর্তারা মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন। খবর গলফ নিউজের।

আসামের ডিমা হাসাও জেলার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাজরিন আহমেদ বলেন, বন্যার কারণে বেশ কয়েকটি রেলস্টেশন বন্ধ হয়ে গেছে। জেলার প্রায় ২ লাখ লোক রাজ্যের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কারণ, রাস্তা এবং সেতু ভূমিধসের কারণে অবরুদ্ধ হয়েছে, অনেকগুলো ভেসেও গেছে।

উদ্ধার অভিযানে সহায়তার জন্য সেনাবাহিনী হেলিকপ্টার মোতায়েন করেছে।

কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার ওই অঞ্চলের সীমান্ত রাজ্য অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টি ও ভূমিধসে ৪ জন নিহত হয়। রাজ্যের রাজধানী ইটানগরে একটি ছোট টিলায় তাদের বাড়ি ধসে পড়লে আরও দু’জন মারা যায় এবং অন্য জায়গায় মাটির ধাক্কায় দুজন সড়ক নির্মাণ শ্রমিক মারা যায়।

প্রতিবেশী আসামে আরও ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, প্রায় ৭০০ গ্রাম তলিয়ে গেছে।