গত কয়েকদিনের প্রবল বৃষ্টিপাতে ভারতের কেরালা রাজ্যে বন্যার পাশাপশি ভয়াবহ ভূমিধসে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জনে। এদের মধ্যে অন্তত ৬ শিশু রয়েছে। এখনও অনেকেই নিখোঁজ।
বিবিসি’র খবরে বলা হয়, বানের পানিতে ভেসে গেছে বহু ঘরবাড়ি। পানিবন্দি হয়ে হয়ে পড়েছেন রাজ্যের কোট্টায়াম শহরের বিপুল সংখ্যক মানুষ।
সড়কের বিভিন্ন স্থানে বহু গাড়িও তালিয়ে গেছে। বন্যার পানি ঢুকে পড়া একটি বাসের ভেতর থেকে যাত্রীদের উদ্ধার করা হচ্ছে, এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে।
বন্যা কবলিত এলাকাগুলো থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে কাজ করছে প্রশাসন; যোগ দিয়েছে ভারতীয় সামরিক বাহিনী। আটকেপড়া লোকদের কাছে খাবার ও ত্রাণ সামগ্রী পৌঁছাতে ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টার। রাজ্যের বিভিন্ন এলাকায় খোলা হয়েছে অস্থায়ী আশ্রয়কেন্দ্র।
এর আগে ২০১৮ সালে রাজ্যটিতে শতাব্দীর সবচেয়ে ভয়াবহ বন্যায় প্রায় ৪০০ জন নিহত ও ১০ লাখের বেশি মানুষ ঘরছাড়া হয়েছিলেন।