প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ভারতের তিন বিতর্কিত কৃষি আইন বাতিল ঘোষণা মোদির

আন্তর্জাতিক ডেস্ক
১৯ নভেম্বর ২০২১ ১৭:১০:৪১ | আপডেট: ২ years আগে
ভারতের তিন বিতর্কিত কৃষি আইন বাতিল ঘোষণা মোদির

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিতর্কিত তিন কৃষি আইন বাতিলের ঘোষণা দিয়েছেন।

শুক্রবার সকালে জাতির উদ্দেশে এক ভাষণে মোদি বলেছেন, ‘আজ আমি আপনাদের ও সমগ্র দেশকে বলতে এসেছি যে, আমরা তিন কৃষি আইন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি।’

এই আইনগুলো বাতিলের দাবিতে গত একবছরেরও বেশি সময় ধরে দেশটির হাজার হাজার কৃষক রাজধানী দিল্লির উপকণ্ঠে অবস্থান করছে।

এসময় তিনি বিক্ষোভকারী কৃষকদের নিজেদের বাড়ি ও মাঠে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘এই মাসের শেষের দিকে শুরু হওয়া সংসদ অধিবেশনে, আমরা এই তিন কৃষি আইন বাতিল করার জন্য যাবতীয় সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন করব।’

মোদি বলেন, তার সরকার এই দেশের কৃষকদের তিন কৃষি আইনের সুবিধা বোঝানোর যথাসাধ্য চেষ্টা করেছে, কিন্তু কাঙ্খিত ফলাফল অর্জন করতে ব্যর্থ হয়েছে।

গুরু নানক জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে মোদি এ ঘোষণা দিলেন। গুরু নানক জয়ন্তী শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানকের স্মরণে আয়োজিত শিখ সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব।

মোদির এই ঘোষণার পর ভারতীয় কিষান ইউনিয়নের একটি অংশের নেতা জোগিন্দর সিং উগ্রাহান গণমাধ্যমকে বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি ভাল পদক্ষেপ নিলেন।

এছাড়া ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী এক টুইটে লিখেছেন, ‘দেশের কৃষকরা তাদের সত্যাগ্রহের মাধ্যমে অহংকারকে পরাজিত করেছে। জয় হিন্দ, জয় হিন্দ’র কৃষক’।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও এক টুইটে লিখেছেন, ‘প্রকাশ দিবসে দুর্দান্ত খবর। ৭০০ জনেরও বেশি কৃষক প্রাণ হারিয়েছেন। তাদের আত্মত্যাগ বেঁচে থাকবে। ভবিষ্যত প্রজন্ম মনে রাখবে কীভাবে কৃষকরা অধিকার আদায়ের জন্য তাদের সব দিয়েছিলেন। ভারতের কৃষকদের স্যালুট।’

২০২০ সালের সেপ্টেম্বর মাসে তিন কৃষি আইনের কথা ঘোষণা দেয় ভারতের কেন্দ্রীয় সরকার। এরপরই সারা দেশে, বিশেষ করে উত্তর ভারতের তিনটি রাজ্য পাঞ্জাব, হরিয়ানা ও উত্তর প্রদেশে তীব্র প্রতিবাদের সূত্রপাত হয়।

যদিও ভারত সরকার বলেছিল, এই কৃষি আইনগুলোর মাধ্যমে কৃষকরা তাদের পণ্য আরও বেশি দামে বিক্রি করার সুযোগ পাবে। অন্যদিকে বিক্ষোভকারী কৃষকেরা আশঙ্কা করেছিল, এই আইনগুলি বেসরকারী মুনাফাভোগীদের স্বার্থ প্রতিষ্ঠিত হবে,তারা ক্ষতির মুখে পড়বে।