প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ভারতের নতুন সংসদ ভবন উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক
২৮ মে ২০২৩ ১৬:০১:২২ | আপডেট: ১ year আগে
ভারতের নতুন সংসদ ভবন উদ্বোধন
ভারতের নতুন সংসদ ভবন। ছবি: সংগৃহীত

বিরোধীদের বর্জনের মধ্যেই রাজধানী নয়া দিল্লিতে হাজার কোটির রুপির নতুন পার্লামেন্ট ভবন উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির স্থানীয় সময় রোববার সকাল সাড়ে ৭ টায় নতুন পার্লামেন্ট ভবনে হাজির হন মোদি। এরপর মোদি ও লোকসভার স্পিকার ওম বিরলা পূজা শুরু করেন। পূজা শেষ হতেই ঐতিহাসিক স্বর্ণদণ্ড ‘সেঙ্গলের’ সামনে শুয়ে প্রণাম করেন ভারতের প্রধানমন্ত্রী।

বেদমন্ত্র উচ্চারণের মাধ্যমে স্পিকারের আসনের পাশে বিশেষ এই দণ্ডটি স্থাপন করেন মোদি। এরপরই উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। পরবর্তীতে মোদি নতুন সংসদ ভবন তৈরির সঙ্গে জড়িত একদল নির্মাণ শ্রমিককে সংবর্ধনা দেন।

এর আগে নতুন এ ভবনের উদ্বোধন কে করবেন- এই নিয়ে বিতর্কে ভারতের ১৯টি বিরোধীদল উদ্বোধনী অনুষ্ঠান বর্জন করে। বিরোধীদলগুলো দেশের প্রেসিডেন্টকে নতুন পার্লামেন্ট ভবন উদ্বোধনের দাবি জানাচ্ছিল। কিন্তু বিজেপি সরকার বিরোধীদের কথা শুনেনি।

এদিন নতুন পার্লামেন্ট ভবন উদ্বোধনকে স্মরণীয় করে রাখতে এবং ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে ৭৫ রুপির একটি কয়েনও মুক্ত করেছেন মোদি। প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এ ভবনে লোকসভায় ৮৮৮ জন সদস্য স্বাচ্ছন্দ্যে আসন গ্রহণ করতে পারবেন। সেইসঙ্গে রাজ্যসভায় আসন থাকছে ৩০০টি।

জানা যায়, ঔপনিবেশিক আমলের পুরনো পার্লামেন্ট ভবনের সামনে ৬৪ হাজার ৫০০ বর্গমিটার এলাকাজুড়ে ত্রিভুজাকৃতির চারতলা এই নতুন পার্লামেন্ট ভবনটি নির্মাণ করা হয়েছে। এতে ব্যয় হয়েছে ৯৭০ কোটি রুপি।