ইঞ্জিনিয়ার কোরের প্রথম অফিসার হিসেবে লেফটেন্যান্ট জেনারেল মনোজ পান্ডে শনিবার ভারতীয় সেনাপ্রধানের দায়িত্ব গ্রহন করেছেন।
পূর্বে সেনাবাহিনীর উপপ্রধানের দায়িত্ব পালনকারী জেনারেল মনোজ পান্ডে জেনারেল মনোজ মুকুন্দ নারাভানের স্থলাভিষিক্ত হন। তিনি কলকাতা শহরে অবস্থিত ইস্টার্ন আর্মি কমান্ডের প্রধান ছিলেন।
ন্যাশনাল ডিফেন্স একাডেমির সাবেক ছাত্র জেনারেল পান্ডে ১৯৮২ সালের ডিসেম্বরে ভারতীয় সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কোরে কমিশন লাভ করেন।
আগের দিন বিদায়ী সেনাপ্রধান ভারতের প্রেসিডেন্ট রাম নাথ কোবিন্দ, সামরিক বাহিনীর সর্বাধিনায়ক এবং প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
দেশটির প্রেসিডেন্টের কার্যালয়ের পক্ষ থেকে দেয়া এক টুইটে বলা হয়,‘সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে ও তার স্ত্রী শ্রীমতি বীনা নারাভানে প্রেসিডেন্ট ভবনে প্রেসিডেন্ট রাম নাথ কোবিন্দ এবং তার স্ত্রী শ্রীমতি সবিতা কোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করেছেন।’
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও এক টুইটে জানান, সেনাপ্রধান জেনারেল এম এম নারাভানের সঙ্গে এ অবিস্মরণীয় বৈঠক করা হয়েছে। তিনি ৪২ বছর ধরে জাতির সেবা করার পর আজ অবসর নিচ্ছেন। একজন সামরিক নেতা হিসেবে তার অবদান ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা ও সক্ষমতাকে
ভারতীয় সেনাবাহিনী বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সামরিক বাহিনী।