ভারতের পাঞ্জাব রাজ্যের লুধিয়ানা জেলা আদালতে এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এছাড়া আহত হয়েছে আরও চার জন।
দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে জানা যায়, স্থানীয় সময় বেলা ১২টা ২২ মিনিটের দিকে আদালত ভবনের দ্বিতীয় তলার একটি বাথরুমে বিস্ফোরণ ঘটে। এর তীব্রতা এতটাই বিশাল ছিল যে বাথরুমের দেয়াল এবং আশেপাশের কক্ষের জানালার কাঁচ ভেঙে পড়ে। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। এছাড়া কাজ করছে অগ্নি নির্বাপণ ইউনিট।
লুধিয়ানা শহরের প্রাণকেন্দ্রে জেলা কমিশনারের কার্যালয়ের কাছে অবস্থিত আদালত ভবনটি।
তবে এখনো বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ভবনের দ্বিতীয় তলার আদালতের ক্যান্টিন থাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটেছে কি-না, তাও নিশ্চিত করতে পারেননি কর্মকর্তারা।