প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ভারতের স্বর্ণ মন্দিরের কাছে আবারও বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক
১১ মে ২০২৩ ১৫:০৩:৫১ | আপডেট: ১ year আগে
ভারতের স্বর্ণ মন্দিরের কাছে আবারও বিস্ফোরণ
সংগৃহীত ছবি

এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে ভারতের অমৃতসরের স্বর্ণ মন্দিরের কাছে তৃতীয় বিস্ফোরণ হয়েছে। ভয়াবহ এ বিস্ফোরণের ঘটনা ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পাঞ্জাব পুলিশ।

ভারতের উত্তরাঞ্চলীয় এ নগরীতে অমৃতসরের হেরিটেজ স্ট্রিটের কাছে বৃহস্পতিবার রাত ১টার দিকে বিস্ফোরণটি ঘটে। দেশটির পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

পুলিশ জানায়, মধ্যরাতের দিকে এ বিস্ফোরণ ঘটে। তবে এ ঘটনায় কেউ হাতাহত হয়নি। তবে বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ কর্মকর্তা নৌনিহাল সিং বলেন, ‘এলাকাটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং একটি ফরেনসিক দল তদন্ত করছে।’

এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ বৃহস্পতিবার পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। আর এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

এর আগে গত ৬ ও ৮ মে-ও বিস্ফোরণ হয় পাঞ্জাবের স্বর্ণ মন্দিরের কাছেই। প্রথম বিস্ফোরণ, অর্থাৎ গত ৬ মে-র বিস্ফোরণের ঘটনায় ৬ জন আহত হন। বেশ কিছু বিল্ডিংয়ের কাচ ভেঙে যায় বিস্ফোরণের জেরে।

এর ৩০ ঘণ্টা বাদেই ফের আরেকটি বিস্ফোরণ হয়। তবে এই বিস্ফোরণের মাত্রা কিছুটা কম ছিল। ওই বিস্ফোরণে একজন আহত হন।