প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ভারতের ১০ রাজ্যে করোনার নতুন ভ্যারিয়েন্ট, শনাক্ত ৬৯

আন্তর্জাতিক ডেস্ক
০৫ জুলাই ২০২২ ১৩:০৩:০৩ | আপডেট: ২ years আগে
ভারতের ১০ রাজ্যে করোনার নতুন ভ্যারিয়েন্ট, শনাক্ত ৬৯

ফের বাড়ছে করোনা। এর মাঝেই আরেক দুঃসংবাদ। ভারতের পশ্চিমবঙ্গসহ অন্তত ১০ রাজ্যে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট বিএ.২.৭৫ ধরা পড়েছে। খবর আনন্দবাজারের।

ইসরায়েলের শেবা মেডিক্যাল সেন্টারে সেন্ট্রাল ভাইরোলজি ল্যাবরেটরির বিজ্ঞানী শে ফ্লেইশন টুইটারে লিখেছেন, ভারতের ১০ রাজ্য ও সাতটি দেশে ৮৫টি সিকোয়েন্স পাওয়া গেছে। তবে ভারতের বাইরে নয়া প্রজাতিতে সংক্রমণের খবর মেলেনি।

তিনি আরও জানিয়েছেন, চলতি বছরের ২ জুলাই করোনার এ নতুন ধরনে মহারাষ্ট্রে সংক্রমিত হয়েছেন ২৭ জন। পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা ১৩। দিল্লি, জম্মু, উত্তরপ্রদেশে একজনের দেহে কভিডের বিএ.২.৭৫ পাওয়া গেছে। সব মিলিয়ে ভারতে মোট ৬৯ জন সংক্রমিত হয়েছে।

এ প্রসঙ্গে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের (আইসিএমআর) শীর্ষ বিজ্ঞানী সমীরণ পাণ্ডা বলেছেন, ‘ভাইরাস যেহেতু রয়েছে, ফলে নতুন প্রজাতির সংক্রমণ ঘটবেই। ভাইরাসের রূপ বদল হতই থাকে। এতে অস্বাভাবিকতা কিছু নেই।’

ইসরায়েলি বিজ্ঞানী শে ফ্লেইশন জানিয়েছেন, প্রজাতিটি কতটা দাপট দেখাবে এত শিগগিরই এ ব্যাপারে বলা যাবে না। তবে একে ঘিরে উদ্বেগ রয়েছে।

জিনোমিক ডেটা প্ল্যাটফর্ম নেক্সটস্ট্রেনের দাবি, ভারত ছাড়াও সাতটি দেশে এই প্রজাতির হদিস পাওয়া গেছে। অন্য দেশগুলো হলো জাপান, জার্মানি, যুক্তরাজ্য, কানাডা, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।