প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ভুটান যেতে লাগবে না করোনার নেগেটিভ সনদ

আন্তর্জাতিক ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০২২ ১৮:১২:৪৯ | আপডেট: ২ years আগে
ভুটান যেতে লাগবে না করোনার নেগেটিভ সনদ

ভুটান যেতে এখন থেকে আর লাগবে না করোনাভাইরাসের আরটি-পিসিআর পরীক্ষার সনদ।

বুধবার ভুটানের জাতীয় কোভিড-১৯ টাস্ক ফোর্সের ১৩৫তম মিটিংয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়।

টাস্ক ফোর্সের সিদ্ধান্তে বলা হয়, এখন থেকে ভুটানে আগত কোনো যাত্রীকে আরটি-পিসিআর টেস্ট করার প্রয়োজন নেই।

এছাড়া ড্রুখায়ের কর্পোরেশন লি. এবং তাশি এয়ার প্রাইভেট লিমিটেডকে এ সিদ্ধান্ত অনুসরণ করে ভুটানে আগত যাত্রী পরিবহন করার নির্দেশ দেয়া হয়েছে।