তুরস্ক থেকে নৌকায় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইটালি প্রবেশের সময় খাবার ও পানির অভাবে তিন শিশুসহ ছয় অভিবাসী মারা গেছেন। নৌকাটি থেকে বেশ কয়েকজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।
ইটালির উপকূলরক্ষীরা অভিবাসী ভর্তি নৌকাটি ভূমধ্যসাগর থেকে উদ্ধারের পর সিসিলি দ্বীপ নিয়ে যান। নৌকাটিতে মৃত শিশুদের বয়স যথাক্রমে এক, দুই ও ১২ বছর। নিহত বাকি তিনজন খাবার ও পানির অভাবে মারা গেছেন।
এছাড়া নৌকাটি থেকে ২৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে অভিবাসীরা কোন দেশের নাগরিক তা জানা যায়নি।
জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা আইওএম’র ভূমধ্যসাগরীয় সমন্বয়ক ফ্লাভিও দি জাকোমো জানান, ‘তুরস্ক থেকে যাত্রা শুরু করেছিলেন অভিবাসীরা। তারা ক্ষুধা এবং পানির অভাবে মারা গেছেন। এ ঘটনা আমাদের কাম্য নয়।’
জাতিসংঘের হিসেব অনুযায়ী, চলতি বছর অবৈধপথে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের সময় ইতোমধ্যে অন্তত এক হাজার ৩৩ জন মারা গেছেন। ইউরোপের বিভিন্ন দেশে উন্নত জীবনের আশায় অনেকে নৌকায় করে সাগর পাড়ি দিচ্ছেন। দিনদিন এ পথে অবৈধ প্রবাসীদের পাড়ি দেয়ার সংখ্যা বাড়ছে।