ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় তিউনিশিয়া উপকূলে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি জাহাজডুবিতে বাংলাদেশিসহ অন্তত ৪৩ জন নিখোঁজ হয়েছেন।
শনিবার তিউনিশিয়া রেড ক্রিসেন্ট বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছে, ওই জাহাজে বাংলাদেশ, ইরিত্রিয়া, সুদান ও মিসরের নাগরিকরা ছিলেন। তারা লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টার সময় নৌকাটি ডুবে যায়।
লিবিয়া থেকে যাত্রা শুরু করে ইতালি যাওয়ার পথে ডুবে যাওয়া ওই জাহাজের আরও ৮৪ আরোহীকে উদ্ধার করেছে তিউনিশিয়ার নৌবাহিনী।
তিউনিশিয়া রেড ক্রিসেন্টের কর্মকর্তা মঙ্গি স্লিম বলেন, লিবিয়ার জুয়ারা থেকে ইউরোপগামী একটি নৌকা ভূমধ্যসাগরে ডুবে গেছে। ওই নৌকার ৪৩ যাত্রী নিখোঁজ রয়েছেন এবং ৮৪ জনকে নৌবাহিনী উদ্ধার করেছে।
এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় ১৯ হাজার ৮০০ অভিবাসনপ্রত্যাশী ইতালিতে পৌঁছেছেন। যাদের বেশিরভাগই সংঘাত এবং দারিদ্র থেকে বাঁচতে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের দেশগুলো ছেড়েছেন। কিন্তু গত বছরে ইতালিতে অভিবাসন প্রত্যাশীদের পৌঁছানোর এই সংখ্যা ছিল মাত্র ৬ হাজার ৭০০ বলে জানিয়েছে দেশটির অভ্যন্তরীণ মন্ত্রণালয়।