প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ভূমধ্যসাগরে বিমান দুর্ঘটনায় পাঁচ মার্কিন সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
১৩ নভেম্বর ২০২৩ ১১:২০:২১ | আপডেট: ৫ মাস আগে
ভূমধ্যসাগরে বিমান দুর্ঘটনায় পাঁচ মার্কিন সেনা নিহত

পূর্ব ভূমধ্যসাগরে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচ মার্কিন সেনা নিহত হয়েছেন।

মার্কিন সেনাবাহিনী বলেছে, একটি রুটিন প্রশিক্ষণ অনুশীলনের অংশ হিসেবে বিমানটি রিফুয়েলিং করার সময় দুর্ঘটনার শিকার হয়।

 ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে তৎপরতা বাড়িয়েছে।

প্রেসিডেন্ট জো বাইডেন নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি বলেছেন, পরিষেবা সদস্যরা প্রতিদিন আমাদের দেশের জন্য তাদের জীবন বাজি রাখছে।

আমরা আমাদের সব নিহত যোদ্ধাদের পরিবারের জন্য প্রার্থনা করি।

সামরিক বিবৃতিতে বিমানটি কোথা থেকে উড়ছিল বা কোথায় বিধ্বস্ত হয়েছে তা উল্লেখ করা হয়নি।

তবে মার্কিন যুক্তরাষ্ট্র গত এক মাসে পূর্ব ভূমধ্যসাগরে দুটি বিমানবাহী বাহক, সেইসঙ্গে জাহাজ এবং জেটগুলোকে সরিয়ে নিয়েছে।

ইসরায়েল এবং হামাসের সংঘর্ষ এই অঞ্চলের অন্যান্য অংশে ছড়াতে পারে বলে আমেরিকা উদ্বেগ প্রকাশ করেছে।