প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ভূমিকম্পে কাঁপলো ভারত-পাকিস্তানসহ ৪ দেশ

আন্তর্জাতিক ডেস্ক
০৫ ফেব্রুয়ারি ২০২২ ১২:৪৫:৪৬ | আপডেট: ২ years আগে
ভূমিকম্পে কাঁপলো ভারত-পাকিস্তানসহ ৪ দেশ

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো পাকিস্তান, আফগানিস্তান, তাজিকিস্তানসহ ভারতের বেশ কয়েকটি শহর। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিলো আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্ত এলাকায়।

শনিবার আফগানিস্তানের স্থানীয় সময় সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে এসব দেশে ভূকম্পন অনুভূত হয়।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ৫.৭ মাত্রার ভূমিকম্পটির গভীরতা ছিল ২০৯.১ কিলোমিটার। প্রায় ২০ সেকেন্ড ধরে এ কম্পন অনুভূত হয়।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, আফগানিস্তানের কাবুল থেকে ২৫৯ কিলোমিটার উত্তর-পূর্বে, তাজিকিস্তানের দুশানবে থেকে ৩১৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, পাকিস্তানের ইসলামাবাদের ৩৪৬ কিলোমিটার উত্তর-উত্তর-পশ্চিমে এবং গুলমার্গের ৩৯৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং জম্মু ও কাশ্মীরের শ্রীনগর থেকে ৪২২ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভূমিকম্পের উৎস।

তবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।