ভারতের পূর্বাচঞ্চলীয় প্রদেশ মঙ্গলবার জম্মু এবং কাশ্মীরে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে রাজধানী দিল্লিসহ উত্তর ভারতের বিভিন্ন অংশে কম্পন হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় দেড়টার পর কয়েক সেকেন্ডের জন্য ভূমিকম্প অনুভূত হয়। তবে এতে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এদিকে পাকিস্তানের জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার দুপুরে লাহোর, ইসলামাবাদ ও পেশাওয়ারে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে দ্রুত বাড়ি ও অফিস থেকে বেরিয়ে পড়ে লোকজন।
প্রতিবেদনে বলা হয়েছে, পাঞ্জাবের শাকর গর, শিয়ালকোট, মান্দি বাহাউদ্দিন, রাওয়ালপিন্ডি, হাফিজাবাদ এবং জাফরওয়ালে কম্পন অনুভূত হয়েছে। ভারতের মতো পাকিস্তানেও এখন পর্যন্ত ভূমিকম্পে হতাহত বা ক্ষয়ক্ষতি জানা যায়নি।