করোনাভাইরাসের নতুন ঢেউ মোকাবেলায় জনগণের সাহায্য চাইছে ভিয়েতনাম। ভ্যাকসিন কিনতে দেশের জনগণকে মুক্ত হস্তে দান করার আহ্বান জানিয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি।
দেশের প্রায় ১০০ মিলিয়ন জনসংখ্যার মাত্র ১ শতাংশ মানুষকে এখন পর্যন্ত ভ্যাকসিনের আওতায় আনতে সক্ষম হয় ভিয়েতনাম। কিন্তু নতুন করে করোনাভাইরাসের সংক্রমণের হার বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন দেশটির সরকার।
গত সপ্তাহ থেকে ভিয়েতনামের মোবাইল ফোন ব্যবহারকারীরা অন্তত তিনটি ক্ষুদেবার্তা পেয়েছেন যেখানে তাদেরকে সরকারের করোনা মোকাবেলায় তৈরি ভ্যাকসিন তহবিলে অনুদান দেওয়ার জন্য বলা হয়। এছাড়াও দেশটির সরকারী কর্মকর্তা-কর্মচারীরা তাদের একদিনের বেতন অনুদান হিসেবে এই তহবিলে দান করছেন।
এদিকে ভিয়েতনামের অর্থনীতিতে করোনার প্রভাবে রীতিমতো উদ্বিগ্ন দেশটির নাগরিকরা। এজন্য তারা ভ্যাকসিনের জন্য সরকারের তহবিল সংগ্রহকে সমর্থন করছেন।
চলতি বছরের এপ্রিল থেকে এখন পর্যন্ত ভিয়েতনামে সংক্রমণের হার বেড়ে তিনগুনের বেশি হয়েছে। কিন্তু দেশটির টিকাদানের হার দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য প্রতিবেশি দেশের তুলনায় খুবই কম। এশিয়ার এই অঞ্চলে ভিয়েতনামে মাথাপিছু টিকা দেওয়ার হার সবচেয়ে কম এবং এশিয়ার মধ্যে সর্বনিম্ন।